পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) সপ্তম শ্রেণির ছাত্রী (১২) কে ধর্ষনের অভিযোগে মো. আব্দুল্লাহ আলফাজ শেখ (২০) নামের এক তরুনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
এ ঘটনায় বুধবার (২১ জুন) ধর্ষিতা মাদরাসা ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ জুন) রাতে উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের দক্ষিন মাহামুদকাঠী গ্রামে।
ধর্ষক আলফাজ শেখ (২০) জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবার ইউনিয়নের গাওখালী বাজারের মো. বেল্লাল হোসেন শেখের ছেলে। সে ওই নেছারাবাদের দক্ষিন মাহামুদকাঠী বাজারের দক্ষিন পাড়ের আশিক ইকবাল সাগরের বাড়ির ছাগলের ফার্মে কাজ করে ও ওই মাদরাসা ছাত্রীর বাড়ির দক্ষিন পাশের একটি কাচারি ঘরে থাকতো। আর ধর্ষিতা স্থানীয় মাহামুদকাঠী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ধর্ষক ওই মাদরাসা ছাত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলভোন সহ ফুসলাতে থাকে। এতে সে রাজী না হলে গত মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ওই ধর্ষক তাকে প্রতকে ডাকে। এতে সে সাড়া না দিলে তার মুখ চেপে ধরে তার থাকার কাচারি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোর করে ধর্ষন করে। এতে ওই মাদরাসা ছাত্রীর কান্নার শব্দ শুনতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস