শফিকুজ্জামান খান মাস্তফা : টাঙ্গাইলটাঙ্গাইল মধুপুর উপজেলায় দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেলার সমাপ্ত। আজ রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফাদ ও ডানিডা এর আর্থিক ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় এসএসএস কর্তৃক জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলা এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় RMTP প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসরণ বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি বাস্তবায়িত উক্ত প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদশর্নী ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
এসএসএস ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল এর সভাপতিএত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর উপজলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব-আল-রানা, মধুপুর সরকারি কলেজ বিভাগীয় প্রধান বাংলা মো. সাইফুল ইসলাম, রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ, মধুপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন সন্তোষ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ফুড টেকরোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ এর অধ্যাপক ড.এ.কে ওবায়দুল হাক।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















