ভিয়েনা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

ভিয়েনায় আসন্ন ইস্টারের লকডাউন,১১ই এপ্রিল পর্যন্ত বর্ধিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • ১৫ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ আজ সোমবার ২৯ শে মার্চ বিকালে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি আরও জানান,ভিয়েনা রাজ্য প্রশাসন ও  ফেডারেল সরকারের সাথে এক দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বাঞ্চলের অন্য রাজ্য দুইটির লকডাউন ১ লা এপ্রিল থেকে ৬ ই এপ্রিল পর্যন্তই বহাল থাকবে।

এদিকে আজ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF জানিয়েছেন,অস্ট্রিয়ার Burgenland রাজ্যের চারটি হাসপাতাল করোনার রোগীদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। রাজ্য স্বাস্থ্য প্রশাসন ইতিমধ্যেই অতিরিক্ত ২৭ টি আইসিইউ বেড তৈরী করেছেন। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে এই রাজ্যের করোনায়ক আক্রান্তদের মধ্যে শতকরা ৯৫% শতাংশই বৃটেনের মিউটেশন ভাইরাস দ্বারা সংক্রমিত।

আজ অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে ইস্টারের ছুটির পরও অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের এই তিন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ৯ ই এপ্রিল পর্যন্ত অনলাইন বা Distance Learning এর আওতায় থাকবে বলে বলা হয়েছে।

এদিকে অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলেছেন,শুধুমাত্র দোকানপাট বন্ধ করার ঘোষণা দিলেই কিন্ত করোনার সংক্রমণের বিস্তার হ্রাস পাবে না। আগামী বৃহস্পতিবার ১ লা এপ্রিল থেকে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিনটি রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে সম্পূর্ণ কঠোর লকডাউন শুরু হচ্ছে। ভিয়েনার মেয়র লুডভিগ ইতিমধ্যেই লকডাউনটি রাজধানী ভিয়েনায় ১১ ই এপ্রিল পর্যন্ত বর্ধিতের কথা জানিয়েছেন। তবে লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ডের রাজ্য গভর্নররা এখনও কিছু সিদ্ধান্ত নেন নি। ধারণা করা হচ্ছে বাকী ২ রাজ্যের করোনা পরিস্থিতির অবস্থাও অবনতির দিকেই,তাই তারাও আসন্ন ইস্টারের লকডাউনটি বর্ধিত করতে পারেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,০৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৯১৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৬০৮ জন,Steiermark রাজ্যে ৪৮২ জন,OÖ রাজ্যে ৩৬০ জন, Salzburg রাজ্যে ২৩৯ জন,Tirol রাজ্যে ১৯৭ জন,Burgenland রাজ্যে ১১৫ জন,Kärnten রাজ্যে ৯৭ জন এবং Vorarlberg রাজ্যে ৬৪ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৯,৫৪১ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৯,২৭৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯৪,৩৭৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৮৮৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় আসন্ন ইস্টারের লকডাউন,১১ই এপ্রিল পর্যন্ত বর্ধিত

আপডেটের সময় ০৭:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

ইউরোপ ডেস্কঃ ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ আজ সোমবার ২৯ শে মার্চ বিকালে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি আরও জানান,ভিয়েনা রাজ্য প্রশাসন ও  ফেডারেল সরকারের সাথে এক দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বাঞ্চলের অন্য রাজ্য দুইটির লকডাউন ১ লা এপ্রিল থেকে ৬ ই এপ্রিল পর্যন্তই বহাল থাকবে।

এদিকে আজ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF জানিয়েছেন,অস্ট্রিয়ার Burgenland রাজ্যের চারটি হাসপাতাল করোনার রোগীদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। রাজ্য স্বাস্থ্য প্রশাসন ইতিমধ্যেই অতিরিক্ত ২৭ টি আইসিইউ বেড তৈরী করেছেন। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে এই রাজ্যের করোনায়ক আক্রান্তদের মধ্যে শতকরা ৯৫% শতাংশই বৃটেনের মিউটেশন ভাইরাস দ্বারা সংক্রমিত।

আজ অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে ইস্টারের ছুটির পরও অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের এই তিন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ৯ ই এপ্রিল পর্যন্ত অনলাইন বা Distance Learning এর আওতায় থাকবে বলে বলা হয়েছে।

এদিকে অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলেছেন,শুধুমাত্র দোকানপাট বন্ধ করার ঘোষণা দিলেই কিন্ত করোনার সংক্রমণের বিস্তার হ্রাস পাবে না। আগামী বৃহস্পতিবার ১ লা এপ্রিল থেকে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের তিনটি রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে সম্পূর্ণ কঠোর লকডাউন শুরু হচ্ছে। ভিয়েনার মেয়র লুডভিগ ইতিমধ্যেই লকডাউনটি রাজধানী ভিয়েনায় ১১ ই এপ্রিল পর্যন্ত বর্ধিতের কথা জানিয়েছেন। তবে লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ডের রাজ্য গভর্নররা এখনও কিছু সিদ্ধান্ত নেন নি। ধারণা করা হচ্ছে বাকী ২ রাজ্যের করোনা পরিস্থিতির অবস্থাও অবনতির দিকেই,তাই তারাও আসন্ন ইস্টারের লকডাউনটি বর্ধিত করতে পারেন।

আজ অস্ট্রিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩,০৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৯১৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৬০৮ জন,Steiermark রাজ্যে ৪৮২ জন,OÖ রাজ্যে ৩৬০ জন, Salzburg রাজ্যে ২৩৯ জন,Tirol রাজ্যে ১৯৭ জন,Burgenland রাজ্যে ১১৫ জন,Kärnten রাজ্যে ৯৭ জন এবং Vorarlberg রাজ্যে ৬৪ জন নতুন করে সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৩৯,৫৪১ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৯,২৭৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯৪,৩৭৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৮৮৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস