ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্ক তায়কোয়ান্দ ও বক্সিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের আয়াস ওয়াফাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ২১ সময় দেখুন

রিজওয়ানা এলভিস: নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্টে সোনার পদক জিতেছেন আয়াস ওয়াফাহ।

শনিবার নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।

আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহন করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড ম্যাডেল পাওয়া সৌভাগ্যের, এজন্য আল্লাহর কাছে  শুকরিয়া আদায় করছি। আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো এমনই আশা বলছিলেন আয়াস ওয়াফাহ ।

স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জনপ্রতিযোগী  অংশ নেয়। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই গোল্ড ম্যাডেল জেতেন।

আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভে গ্রেড সেভেনে পড়াশুনা করছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউইয়র্ক তায়কোয়ান্দ ও বক্সিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের আয়াস ওয়াফাহ

আপডেটের সময় ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

রিজওয়ানা এলভিস: নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্টে সোনার পদক জিতেছেন আয়াস ওয়াফাহ।

শনিবার নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।

আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহন করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড ম্যাডেল পাওয়া সৌভাগ্যের, এজন্য আল্লাহর কাছে  শুকরিয়া আদায় করছি। আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো এমনই আশা বলছিলেন আয়াস ওয়াফাহ ।

স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জনপ্রতিযোগী  অংশ নেয়। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই গোল্ড ম্যাডেল জেতেন।

আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভে গ্রেড সেভেনে পড়াশুনা করছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল