ভিয়েনা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশী বংশোদ্ভূত অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ এর অসাধারণ কৃতিত্ব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ১৬ সময় দেখুন

নিউজ ডেস্কঃ প্রবাসের মাটিতে মেধা ও মননের সুফল ফলাচ্ছে বাংলাদেশী তারুণ্য। এমনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ। ভিয়েনা ইউনিভার্সিটি থেকে Mastrers in Communication Science এর মতো একটি বিশ্বগুরুত্বপূর্ণ বিষয়ে তার অসাধারণ সাফল্যে আনন্দ প্লাবনে মুখর ভিয়েনাসহ পুরো ইউরোবাংলা কমিউনিটি। Mastrers in Communication Science এ তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। উল্লেখ্য তিনি একই ইউনিভার্সিটি থেকে অনার্স ও করেছেন।

 

অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ নারায়নগঞ্জ আড়াই হাজারের সন্তান। দুই ভাই এবং এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শহীদুল ইসলাম মিন্টু ,মাতা রওনাক জাহান এবং একমাত্র বোন সৌদি প্রবাসী। উল্লেখ্য যে, তার বড় ভাই জায়েদ বিন শহীদ স্বপরিবারে অষ্ট্রিয়া প্রবাসী। তার বড় ভাই জায়েদ, রাহাত কে প্রথমে Student ভিসায় ভিয়েনা নিয়ে আসেন। তার পরিবার সকল বাংলাদেশীর কাছে দোয়া চেয়েছেন।

রাহাত বিন শহীদের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এবং বাংলাদেশ ক্রিকেট লীগ অষ্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু।

নি ডে/ইবিটাইমস /এম আর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশী বংশোদ্ভূত অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ এর অসাধারণ কৃতিত্ব

আপডেটের সময় ০৬:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

নিউজ ডেস্কঃ প্রবাসের মাটিতে মেধা ও মননের সুফল ফলাচ্ছে বাংলাদেশী তারুণ্য। এমনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ। ভিয়েনা ইউনিভার্সিটি থেকে Mastrers in Communication Science এর মতো একটি বিশ্বগুরুত্বপূর্ণ বিষয়ে তার অসাধারণ সাফল্যে আনন্দ প্লাবনে মুখর ভিয়েনাসহ পুরো ইউরোবাংলা কমিউনিটি। Mastrers in Communication Science এ তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। উল্লেখ্য তিনি একই ইউনিভার্সিটি থেকে অনার্স ও করেছেন।

 

অষ্ট্রিয়া প্রবাসী রাহাত বিন শহীদ নারায়নগঞ্জ আড়াই হাজারের সন্তান। দুই ভাই এবং এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শহীদুল ইসলাম মিন্টু ,মাতা রওনাক জাহান এবং একমাত্র বোন সৌদি প্রবাসী। উল্লেখ্য যে, তার বড় ভাই জায়েদ বিন শহীদ স্বপরিবারে অষ্ট্রিয়া প্রবাসী। তার বড় ভাই জায়েদ, রাহাত কে প্রথমে Student ভিসায় ভিয়েনা নিয়ে আসেন। তার পরিবার সকল বাংলাদেশীর কাছে দোয়া চেয়েছেন।

রাহাত বিন শহীদের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে অষ্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির এবং বাংলাদেশ ক্রিকেট লীগ অষ্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু।

নি ডে/ইবিটাইমস /এম আর