রেজিস্ট্রেশন পেল “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি”

নিউজ ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি এর সাধারন সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসির” এর সরকারীভাবে আয়েবাপিসির নাম এবং লোগো রেজিস্ট্রেশন হয়েছে, যার নং হল 2892 ।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, প্রবাসে সাংবাদিক পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’ নাম ও লোগো ট্রেডমার্ক করা একটি রেজিষ্টারকৃত সংগঠন। সুতরাং এই সংগঠনের নাম ও লোগো  অন্য কেউ ব্যবহার করেতে পারবেন না, যদি কেউ এই নাম এবং লোগো ব্যবহার করেন তাহলে তাহার/তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নি ডে/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »