স্পেনের কাতালুনিয়া ,বার্সেলোনা, শান্তা কলমা আওয়ামী লীগ ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য অভিষেক

বার্সেলোনা থেকে জেবুন্নেসা জেবুঃ স্পেনের কাতালুনিয়া ,বার্সেলোনা, শান্তা কলমা আওয়ামী লীগ ও কাতালুনিয়া মহিলা আওয়ামী লীগের বর্ণাঢ্য অভিষেক ও জাঁকজমকপূর্ণ অভিষেক সম্পন্ন হয়েছে। পর্যটন নগরী বার্সেলোনার অভিজাত সন্টাল সেন্ট্রাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব কাতালুনিয়া প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ আলাউদ্দিন হক নেছা।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন এনায়েত হোসেন ও গীতাপাঠ করেন গৌতম সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পেন আওয়ামী লীগের সভাপতি۔ মোঃ দুলাল সাফা।

মহি উদ্দিন হারুন ও এ কে আজাদ মুস্তাফার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে কাতালোনীয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ খালেদুর রহমান।

বক্তব্য রাখবেন, কাতালোনীয়া আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম স্বপন, উপদেষ্টা মোশারফ বেপারী, কাতালোনীয়া আওয়ামী লীগ এর সহ সভাপতি শিমুল চৌধুরী, কাতালোনীয়া আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগ এর প্রধান উপদেষ্টা মেহেতাব হক জানু, কাতালোনীয়া মহিলা আওয়ামী লীগ এর সভাপতি জেবুন্নেছা জেবু,নাজমা নাহার ও সালমা ইসহাক বার্সেলোনা আওয়ামী লীগ এর উপদেষ্টা কামরুল মোহামেদ,বার্সেলোনা আওয়ামী লীগ সভাপতি শাহ আলম স্বাধীন, বার্সেলোনা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি হানিফ শরীফ।

অনুষ্ঠান শেষে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব এতে গান পরিবেশন করে আশির দশকের জনপ্রিয় সংগীত শিল্পী ইমতিয়াজ বাবু। বার্সেলোনার কোকিল কন্ঠী অহনা দিবা,রাজু গাজী ও অমি। সাংস্কৃতিক পর্ব পরিচালনায় ছিলেন সামিয়া রহমান সুইটি।

স্পেন/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »