তবুও আছ

সুনাইরা নাজিম: তোমার অদৃশ্য প্রেম আমায় টানে, 

অনেক অব্যক্ত কথা জমা হয়।
এলোমেলো কথা কয়
না জানি পাছে হারাই তোমায়,
সংগোপনে জমা হয়।
সকল চিন্তার অন্তর্জালে
শুধু ই তুমিময় হয়ে রয়।
আবছা আলোর রেখায়
চলেছি নিশীতে
অন্তরে আছ তুমি।
কতকাল দাড়িয়ে আছি
বদ্ধ দুয়ারে।
জানে বিশ্বব্রহ্মান্ড,জানে অন্তর্যামি।
আদ্যপ্রান্তে তুমি।

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম 

সা/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »