ভিয়েনা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে- মেজর হাফিজ লালমোহনে সাবেক বিএনপির সভাপতি আনিচল মিয়া ও পৌর মেয়র কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন মেজর হাফিজ হবিগঞ্জে ধানের তুষের নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষুধ জব্দ ভিয়েনায় ট্রামে গুলি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ বছরের জেল গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর – নওগাঁর জনসভায় তারেক রহমান যুক্তরাজ্যে লরিতে করে পালানোর সময় ২৩ বাংলাদেশী আটক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিষিদ্ধ জোন্স

পিরোজপুর ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর শতর্ক অবস্থান, মেয়র দম্পত্তির ২ মামলায় জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৮ সময় দেখুন

ডিস্ট্র্র্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর মেয়র দম্পত্তির বিরুদ্ধে দুদকের দায়ের  করা  পৃথক ২ মামলায় জামিন দিয়েছেন  জেলা দায়রা
জজ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত এ জামিন প্রদান করেন।এতে ওই মামলায় দুদুকের পরবর্তী তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল না হওয়া পর্যন্ত ওই জামিন বহাল রাখা সহ আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ প্রদান করা হয়।

এর আগে গত ২৮ মার্চ দুই মামলায় মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।ওই মামলার নির্ধারিত তারিখ থাকায় এর আগে আজ সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্ব পূর্ন  স্থানে র্যা ব ও পুলিশের সতর্ক অবস্থানে দেখা যায়।ওই মামলায় মেয়র দম্পত্তির  পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, পিরোজপুর  জেলা আ’লীগ সহসভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক ২টি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।এর একটিতে পৌরমেয়র ও তার স্ত্রী আর অন্যটিতে মেয়র সহ পৌর সভার ২৭ কর্মকর্তা কর্মচারীদের অভিযুক্ত করা হয়েছে।

দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা দায়ের হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর বাদী হয়ে   ওই মামলা দু’টি দায়ের করেন। এর একটি মেয়র মালেক ও তার স্ত্রী নিলা রহমানকে অভিযুক্ত করে জ্ঞাত আয় বর্হিভুত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২টাকার সম্পদ  আর অন্যটিতে মেয়র মালেক ও পিরোজপুর পৌর সভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ পৌরসভার মোট ২৭ জনের বিরুদ্ধে ওই পৌরসভার একটি নিয়োগে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি দায়ের হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর    জানান, এর আগে গত ২৭ ডিসেম্বর কমিশন  তার সম্পদের বিবরনী চেয়ে তাকে, স্ত্রী মিসেস নিলা রহমান, কন্যা নওরীন আক্তার ও পুত্র ফয়সাল রহমানের নাম উল্লেখ করে তাদের জ্ঞাত সম্পদের হিসাব ও তথ্য বিবরনী  চেয়ে একটি নোটিশ প্রদান করেন।

এ ছাড়া একই সাথে পৌরসভার ২৫ জন কর্মচারী নিয়োগে প্রতিজনের কাছ থেকে ৫লাখ টাকা করে ঘুষ গ্রহন, বাস ও মিনিবাস থেকে অবৈধ চাঁদা আদায়, এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারী করার অভিযোগ করে এ নোটিশ প্রদান করা হয়। ওই নোটিশের যথাযথ উত্তর না পাওয়ায় পরে কমিশন তাকে  (উপপরিচালক আলী আকবর ) এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে পৃথক দু’টি মমালা দায়ের করেন।

পৌর সভার ২৫ কর্মচারী নিয়োগে ঘুষ বানিজ্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় পৌর মেয়র সহ  অভিযুক্ত অন্যান্যরা  হলেন- স্থাণীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক (সাবেক) তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচীব (অন্যত্র বদলী) মাসুদ আলম, ক্যাশিয়ার (প্রমোশন হিসাবরক্ষক) মো. মাইনুল ইসলাম, সহকারী কর আদায়কারী ( প্রমোশন স্টোর কিপার) মো. মাহাবুবুর রহমান , নিম্মমান সহকারী  শারাফাতুন মান্নান, সহকারী কর নির্ধারক মো. ওয়াদুদ খান, সহকারী কর নির্ধারক মো. মিজানুর রহমান, টিকাদানকারী মো. ফরহাদ হোসেন মল্লিক, সহকারী করআদায়কারী মেহেদি হাসান চপল, সহকারী কর আদায়কারী রশিদা বেগম,  বাজার আদায়কারী মো. রাজু আহমেদ, বাতি পরিদর্শক রবিউল আলম, অফিস সহকারী মাকসুদা খানম,  ফটোকপি অপারেটর আনোয়ার হোসেন, টিকাদনকারী  মো. জামিউল হক, টিকাদানকারী  লাইজু আক্তার, টিকাদানকারী  রেক্সোনা মজুমদার, টিকাদানকারী জান্নাতুল ফেরদৌসী, নৈশপ্রহরী ফজলুল হক, নৈশপ্রহরী  নজরুল ইসলাম, পিওন  খাদিজা বেগম, পিওন দীপক কুমার পাল, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান মিন্টু, প্রহরী  রনজিত এ ২৭ জন।

উল্লেখ্য, পিরোজপুর সদর পৌর সভার পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজুপর জেলা আ’লীগের সহসভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের  মেঝো ভাই।

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ ও সরকারী জমি দখলের অভিযোগে ইতিমধ্যে পৃথক ৪টি মামলা দায়ের করেছেন দুদক।আর ওই মামলায় গত বছরের ৩ মার্চ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত তাদের জামিন না মঞ্জুর করলে আউয়াল সমর্থকরা সে সময় ওই বিচারের রায়ের প্রতিবাদের পিরোজপুরে  ব্যাপক তান্ডব চালান। পরে একই দিন ওই বিচারকে প্রত্যাহার করে পুনরায় আউয়াল দম্পত্তিকে জামিন দেন আদালত। বিষয়টি তখন দেশ ব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুর ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর শতর্ক অবস্থান, মেয়র দম্পত্তির ২ মামলায় জামিন

আপডেটের সময় ১০:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

ডিস্ট্র্র্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুর মেয়র দম্পত্তির বিরুদ্ধে দুদকের দায়ের  করা  পৃথক ২ মামলায় জামিন দিয়েছেন  জেলা দায়রা
জজ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত এ জামিন প্রদান করেন।এতে ওই মামলায় দুদুকের পরবর্তী তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল না হওয়া পর্যন্ত ওই জামিন বহাল রাখা সহ আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ প্রদান করা হয়।

এর আগে গত ২৮ মার্চ দুই মামলায় মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।ওই মামলার নির্ধারিত তারিখ থাকায় এর আগে আজ সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্ব পূর্ন  স্থানে র্যা ব ও পুলিশের সতর্ক অবস্থানে দেখা যায়।ওই মামলায় মেয়র দম্পত্তির  পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, পিরোজপুর  জেলা আ’লীগ সহসভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক ২টি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।এর একটিতে পৌরমেয়র ও তার স্ত্রী আর অন্যটিতে মেয়র সহ পৌর সভার ২৭ কর্মকর্তা কর্মচারীদের অভিযুক্ত করা হয়েছে।

দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা দায়ের হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর বাদী হয়ে   ওই মামলা দু’টি দায়ের করেন। এর একটি মেয়র মালেক ও তার স্ত্রী নিলা রহমানকে অভিযুক্ত করে জ্ঞাত আয় বর্হিভুত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২টাকার সম্পদ  আর অন্যটিতে মেয়র মালেক ও পিরোজপুর পৌর সভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ পৌরসভার মোট ২৭ জনের বিরুদ্ধে ওই পৌরসভার একটি নিয়োগে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি দায়ের হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলী আকবর    জানান, এর আগে গত ২৭ ডিসেম্বর কমিশন  তার সম্পদের বিবরনী চেয়ে তাকে, স্ত্রী মিসেস নিলা রহমান, কন্যা নওরীন আক্তার ও পুত্র ফয়সাল রহমানের নাম উল্লেখ করে তাদের জ্ঞাত সম্পদের হিসাব ও তথ্য বিবরনী  চেয়ে একটি নোটিশ প্রদান করেন।

এ ছাড়া একই সাথে পৌরসভার ২৫ জন কর্মচারী নিয়োগে প্রতিজনের কাছ থেকে ৫লাখ টাকা করে ঘুষ গ্রহন, বাস ও মিনিবাস থেকে অবৈধ চাঁদা আদায়, এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারী করার অভিযোগ করে এ নোটিশ প্রদান করা হয়। ওই নোটিশের যথাযথ উত্তর না পাওয়ায় পরে কমিশন তাকে  (উপপরিচালক আলী আকবর ) এ বিষয়ে অনুসন্ধানের জন্য দায়িত্ব দেন। দীর্ঘ অনুসন্ধান শেষে পৃথক দু’টি মমালা দায়ের করেন।

পৌর সভার ২৫ কর্মচারী নিয়োগে ঘুষ বানিজ্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় পৌর মেয়র সহ  অভিযুক্ত অন্যান্যরা  হলেন- স্থাণীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক (সাবেক) তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচীব (অন্যত্র বদলী) মাসুদ আলম, ক্যাশিয়ার (প্রমোশন হিসাবরক্ষক) মো. মাইনুল ইসলাম, সহকারী কর আদায়কারী ( প্রমোশন স্টোর কিপার) মো. মাহাবুবুর রহমান , নিম্মমান সহকারী  শারাফাতুন মান্নান, সহকারী কর নির্ধারক মো. ওয়াদুদ খান, সহকারী কর নির্ধারক মো. মিজানুর রহমান, টিকাদানকারী মো. ফরহাদ হোসেন মল্লিক, সহকারী করআদায়কারী মেহেদি হাসান চপল, সহকারী কর আদায়কারী রশিদা বেগম,  বাজার আদায়কারী মো. রাজু আহমেদ, বাতি পরিদর্শক রবিউল আলম, অফিস সহকারী মাকসুদা খানম,  ফটোকপি অপারেটর আনোয়ার হোসেন, টিকাদনকারী  মো. জামিউল হক, টিকাদানকারী  লাইজু আক্তার, টিকাদানকারী  রেক্সোনা মজুমদার, টিকাদানকারী জান্নাতুল ফেরদৌসী, নৈশপ্রহরী ফজলুল হক, নৈশপ্রহরী  নজরুল ইসলাম, পিওন  খাদিজা বেগম, পিওন দীপক কুমার পাল, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান মিন্টু, প্রহরী  রনজিত এ ২৭ জন।

উল্লেখ্য, পিরোজপুর সদর পৌর সভার পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজুপর জেলা আ’লীগের সহসভাপতি। তিনি গত পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালের  মেঝো ভাই।

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ ও সরকারী জমি দখলের অভিযোগে ইতিমধ্যে পৃথক ৪টি মামলা দায়ের করেছেন দুদক।আর ওই মামলায় গত বছরের ৩ মার্চ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত তাদের জামিন না মঞ্জুর করলে আউয়াল সমর্থকরা সে সময় ওই বিচারের রায়ের প্রতিবাদের পিরোজপুরে  ব্যাপক তান্ডব চালান। পরে একই দিন ওই বিচারকে প্রত্যাহার করে পুনরায় আউয়াল দম্পত্তিকে জামিন দেন আদালত। বিষয়টি তখন দেশ ব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর