ভিয়েনা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকাদানে ব্যাপক অগ্রগতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ১৪ সময় দেখুন

অস্ট্রিয়া বর্তমানে শতকরা ৪৬% করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করে বিশ্বে ১১ তম অবস্থানে

ইউরোপ ডেকঃ অস্ট্রিয়ায় বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এবং ব্যাপকহারে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ORFএর সংবাদ বিষয়ক বিভাগ ZIB জানিয়েছেন ইতিমধ্যে অস্ট্রিয়াতে দুই মিলিয়নেরও বেশী মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিনের কোর্স সম্পন্ন করেছেন।

তবে বিভিন্ন ফেডারেল রাজ্যে জনসংখ্যার আনুপাতিকহারে কিছুটা তারতম্য রয়েছে। এই পর্যন্ত বিভিন্ন রাজ্যের জনসংখ্যা অনুসারে শতকরা হারে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে নিম্নরুপ, Burgenland রাজ্যে ২৬,৫৪%, Tirol রাজ্যে ২৫,৯১%, Kärnten রাজ্যে ২৪,৭৭%, Vorarlberg রাজ্যে ২৩,৮৩%, রাজধানী ভিয়েনায় ২৩,৩১%, NÖ রাজ্যে ২২,৭৯%, OÖ রাজ্যে ২২,৮২%, Salzburg রাজ্যে ২১,৭২% এবং Steiermark রাজ্যে ২১,৩২%।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিও শনাক্ত হয়েছেন ২০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৯ জন,OÖ রাজ্যে ২৭ জন,Tirol রাজ্যে ১৬ জন,Kärnten রাজ্যে ১৩ জন,Salzburg রাজ্যে ১২ জন,Vorarlberg রাজ্যে ও Steirmark রাজ্যে ১০ জন করে এবং Burgenland রাজ্যে ৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ২২৫ জন। আর এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬১ লক্ষ ৭১ হাজার ৮৬৭ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৩৮৭ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৫৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৩,৫৩৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,১৯৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকাদানে ব্যাপক অগ্রগতি

আপডেটের সময় ০৮:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

অস্ট্রিয়া বর্তমানে শতকরা ৪৬% করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করে বিশ্বে ১১ তম অবস্থানে

ইউরোপ ডেকঃ অস্ট্রিয়ায় বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে এবং ব্যাপকহারে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ORFএর সংবাদ বিষয়ক বিভাগ ZIB জানিয়েছেন ইতিমধ্যে অস্ট্রিয়াতে দুই মিলিয়নেরও বেশী মানুষ করোনার প্রতিষেধক ভ্যাকসিনের কোর্স সম্পন্ন করেছেন।

তবে বিভিন্ন ফেডারেল রাজ্যে জনসংখ্যার আনুপাতিকহারে কিছুটা তারতম্য রয়েছে। এই পর্যন্ত বিভিন্ন রাজ্যের জনসংখ্যা অনুসারে শতকরা হারে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে নিম্নরুপ, Burgenland রাজ্যে ২৬,৫৪%, Tirol রাজ্যে ২৫,৯১%, Kärnten রাজ্যে ২৪,৭৭%, Vorarlberg রাজ্যে ২৩,৮৩%, রাজধানী ভিয়েনায় ২৩,৩১%, NÖ রাজ্যে ২২,৭৯%, OÖ রাজ্যে ২২,৮২%, Salzburg রাজ্যে ২১,৭২% এবং Steiermark রাজ্যে ২১,৩২%।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিও শনাক্ত হয়েছেন ২০০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৩৯ জন,OÖ রাজ্যে ২৭ জন,Tirol রাজ্যে ১৬ জন,Kärnten রাজ্যে ১৩ জন,Salzburg রাজ্যে ১২ জন,Vorarlberg রাজ্যে ও Steirmark রাজ্যে ১০ জন করে এবং Burgenland রাজ্যে ৭ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ২২৫ জন। আর এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬১ লক্ষ ৭১ হাজার ৮৬৭ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৮,৩৮৭ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৫৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৩,৫৩৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,১৯৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১০১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস