ভিয়েনা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত ইসরাইলি হামলায় লেবাননে ১জন নিহত টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয় জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা লালমোহনের এমপিওভুক্ত প্রতি প্রতিষ্ঠানের ৫ শিক্ষক ঢাকা যাওয়ার সিদ্ধান্ত ভারতে গরু চোর সন্দেহে হবিগঞ্জের ৩ ব্যক্তিকে হত্যা টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত বাসে অগ্নিসংযোগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ভিয়েনার সিটি হলে “ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের” উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ১৪ সময় দেখুন

ভিয়েনার ঐতিহ্যবাহী এই উৎসব সপ্তাহ চলবে ২৩ জুন পর্যন্ত। ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহ উপলক্ষে সিটি হলকে নানান রংগে সুসজ্জিত করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৭ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি হলে এই জাঁকজমকপূর্ণ “ভিয়েনা ফেস্টিভ্যাল” ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, শুক্রবার সন্ধ্যায় ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের উদ্বোধন করা শহরের সিটি হলে (Rathausplatz)। ঐতিহ্যবাহী
এই উৎসব উদ্বোধন করে নতুন পরিচালক মিলো রাউ “ভিয়েনা মুক্ত প্রজাতন্ত্র” ঘোষণা করেন।

ভিয়েনা ফেস্টিভ্যাল এ স্থাপিত বিভিন্ন মঞ্চে দেশের বিভিন্ন”শিল্প, রাজনীতি এবং সক্রিয়তার সমস্ত বর্ণের মানুষ” রয়েছে। মিউজিক্যাল প্রোগ্রামটির দায়িত্ব হেরউইগ জামার্নিক, যিনি ফজম্যান নামে পরিচিত, এবং এতে অন্যান্যদের মধ্যে পুসি রায়ট, বাইপোলার ফেমিনিন এবং ভুডু জার্গেন্সের পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ORF 2 এবং টেলিভিশন 3sat থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের নতুন পরিচালক মিলো রাউ আগামী ২৩ জুন পর্যন্ত ব্যাপক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা জানান। যার মধ্যে থাকবে নাটক, অপেরা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, ভিজ্যুয়াল আর্ট প্রভৃতি।

তিনি আরও বলেন, সক্রিয়তার ক্ষেত্রে মোট ৪৭টি প্রযোজনা এবং শৈল্পিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণমূলক ফরম্যাট এবং প্রকল্পগুলির উপর একটি বিশেষ ফোকাস রয়েছে যা বিনামূল্যে প্রবেশের সাথে অ্যাক্সেসযোগ্য।

তাছাড়াও ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহে বিভিন্ন অস্ট্রিয়ার বিভিন্ন তারকা সঙ্গীত শিল্পীদেরও বিভিন্ন পারফরম্যান্স রয়েছে। তারমধ্যে অন্যতম কর্নেল মুন্ড্রুসজো, ফ্লোরেনটিনা হোলজিঙ্গার, কিরিল সেরেব্রেননিকভ এবং টিম এচেলস প্রমুখ। ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের মোট ৩৪টি ভিন্ন স্থানে তাদের মোট ১৪৩টি পরিকল্পিত অনুষ্ঠানের জন্য ৪৫,০০০ টি টিকিট পাওয়া যাবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নাইজেরিয়ায় ‘দস্যুদের’ হামলায় ৮ নিরাপত্তা কর্মী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনার সিটি হলে “ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের” উদ্বোধন

আপডেটের সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ভিয়েনার ঐতিহ্যবাহী এই উৎসব সপ্তাহ চলবে ২৩ জুন পর্যন্ত। ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহ উপলক্ষে সিটি হলকে নানান রংগে সুসজ্জিত করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৭ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি হলে এই জাঁকজমকপূর্ণ “ভিয়েনা ফেস্টিভ্যাল” ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, শুক্রবার সন্ধ্যায় ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের উদ্বোধন করা শহরের সিটি হলে (Rathausplatz)। ঐতিহ্যবাহী
এই উৎসব উদ্বোধন করে নতুন পরিচালক মিলো রাউ “ভিয়েনা মুক্ত প্রজাতন্ত্র” ঘোষণা করেন।

ভিয়েনা ফেস্টিভ্যাল এ স্থাপিত বিভিন্ন মঞ্চে দেশের বিভিন্ন”শিল্প, রাজনীতি এবং সক্রিয়তার সমস্ত বর্ণের মানুষ” রয়েছে। মিউজিক্যাল প্রোগ্রামটির দায়িত্ব হেরউইগ জামার্নিক, যিনি ফজম্যান নামে পরিচিত, এবং এতে অন্যান্যদের মধ্যে পুসি রায়ট, বাইপোলার ফেমিনিন এবং ভুডু জার্গেন্সের পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ORF 2 এবং টেলিভিশন 3sat থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের নতুন পরিচালক মিলো রাউ আগামী ২৩ জুন পর্যন্ত ব্যাপক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা জানান। যার মধ্যে থাকবে নাটক, অপেরা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, ভিজ্যুয়াল আর্ট প্রভৃতি।

তিনি আরও বলেন, সক্রিয়তার ক্ষেত্রে মোট ৪৭টি প্রযোজনা এবং শৈল্পিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণমূলক ফরম্যাট এবং প্রকল্পগুলির উপর একটি বিশেষ ফোকাস রয়েছে যা বিনামূল্যে প্রবেশের সাথে অ্যাক্সেসযোগ্য।

তাছাড়াও ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহে বিভিন্ন অস্ট্রিয়ার বিভিন্ন তারকা সঙ্গীত শিল্পীদেরও বিভিন্ন পারফরম্যান্স রয়েছে। তারমধ্যে অন্যতম কর্নেল মুন্ড্রুসজো, ফ্লোরেনটিনা হোলজিঙ্গার, কিরিল সেরেব্রেননিকভ এবং টিম এচেলস প্রমুখ। ভিয়েনা ফেস্টিভ্যাল সপ্তাহের মোট ৩৪টি ভিন্ন স্থানে তাদের মোট ১৪৩টি পরিকল্পিত অনুষ্ঠানের জন্য ৪৫,০০০ টি টিকিট পাওয়া যাবে।

কবির আহমেদ/ইবিটাইমস