হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকার চুনারুঘাট রোডে সরকারি দায়িত্ব পালনকারি সহকারী কমিশনার (ভুমি)/নির্বাহী ম্যাজিস্টেটকে সরকারি কাজে বাধা দেওয়া ও হামলাকারি ফরহাদ নামে এক সমন্বয়ক ও ছাত্রদল দাবিদারকে, গতকাল রাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী ১৩বেঙ্গল টিম হবিগঞ্জ ।
জনাযায় গত কাল ১১ফেব্রুয়ারী জোর মঙ্গলবার ঢাকা সিলেট মহসড়কে উচ্ছেদ্দ অভিযানে নির্বাহি মেজিস্টেটকে বাঁধা দেন এবং মারমুখি হয়ে আসেন সেই মেজিট্রেটের উপর তাৎখনি পুলি মেজিট্রেটকে গাড়িতে তুলে নিয়ে যায় পরে। সরকারি কাজে বধা দেয়ায় সেনাবাহিনীর একটি টিম তাকে রাতেই ধরে ফেলে।
গ্রেফতার কৃত আসামি হলেন চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের দিদার মেম্বারের ছেলে ফরহাদ মিয়া।সে নিজেকে এক জন সমন্বয়ক ও বি এন পির অঙ্গ সংঘটন ছাত্রদল করবলে দাবি করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস