ভিয়েনা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন কৃষক পাচ্ছেন বীজ-সার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। পর্যায়ক্রমে তাদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি প্রণোদনা বিতরণকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ ঘোষ,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শৈলকুপা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন,‘রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মসুর,খেসারী,অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই প্রণোদনা পাবে। এসকল ফসল চাষে কৃষি বিভাগ থেকে নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।’

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন কৃষক পাচ্ছেন বীজ-সার

আপডেটের সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিনামূল্যে ৭ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। পর্যায়ক্রমে তাদের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি প্রণোদনা বিতরণকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ ঘোষ,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শৈলকুপা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন,‘রবি মৌসুমে সরিষা,গম,ভূট্টা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মসুর,খেসারী,অড়হড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই প্রণোদনা পাবে। এসকল ফসল চাষে কৃষি বিভাগ থেকে নানারকম পরামর্শ দেওয়া হচ্ছে।’

শেখ ইমন/ইবিটাইমস