
অস্ট্রিয়ার কয়েকটি রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে
একটি প্রবল নিম্নচাপ আবারো অস্ট্রিয়ার বড় অংশের দিকে ধেয়ে আসছে, তাই সাতটি ফেডারেল রাজ্যে বজ্রঝড়ের সতর্কতা স্তর লাল ঘোষণা করা হয়েছে ভিয়েনা ডেস্কঃ শনিবার(২৯ জুলাই) দেশের বিভিন্ন স্থানে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভোরালবার্গ, তিরল, সালজবুর্গ, আপার অস্ট্রিয়া, লোয়ার অস্ট্রিয়া, বুর্গেনল্যান্ড এবং স্টায়ারমার্কের বেশ কয়েকটি জেলার জন্য তীব্র লাল আবহাওয়া সতর্কতা স্তর ঘোষণা করা হয়েছে। এই…