
অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়েতে আসছে নতুন ডাবল-ডেকার রেলজেট ট্রেন
প্রাথমিকভাবে ১৪টি ট্রেনের অর্ডার দেওয়া হয়েছে, ২০২৬ সালের বসন্তের শুরুতেই এই ÖBB Railjet ডাবল-ডেকার ট্রেন অস্ট্রিয়া চলাচল করবে ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (৬ জুলাই) অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি ছাড়াও ফেডারেল রেলওয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্ত থেকে, অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) প্রথমবারের মতো রেলজেট ডাবল-ডেকার ট্রেন…