
ভিয়েনার ডোনাও নদীর তীরে অস্ট্রিয়া চাঁদপুর সমিতির গ্রিল পার্টি
ভিয়েনার দানিউব (Donau) নদীর তীরে অত্যন্ত সুন্দর আবহাওয়া ও আনন্দঘন পরিবেশে এক গ্রিল পার্টি সম্পন্ন করেছে অস্ট্রিয়া চাঁদপুর সমিতি ইউরোপ ডেস্কঃ রবিবার (৪ মে) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া চাঁদপুর সমিতি এক জাঁকজঁমক গ্রিল পার্টি সম্পন্ন করেছে। সমিতির সভাপতি মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আবদুল কাদের। গ্রিল…