
অবৈধ অভিবাসন ঠেকাতে অস্ট্রিয়ার পূর্ব সীমান্তে অতিরিক্ত আরও চার শত সৈন্য মোতায়েন
একটি বিষয় পরিষ্কার, ইউরোপে আশ্রয় ব্যবস্থা ব্যর্থতায় পর্যবশিত হয়েছে,তাই সীমান্ত সুরক্ষা জোরদার অত্যাবর্ষকঃ স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) ও প্রতিরক্ষা ক্লাউডিয়া ট্যানার(ÖVP)এক যৌথ সাংবাদিক সম্মেলনে অস্ট্রিয়ার পূর্ব বিশেষ করে হাঙ্গেরীর সীমান্তে অতিরিক্ত ৪০০ শত সেনা মোতায়েনের কথা জানান। বর্তমানে অস্ট্রিয়ান পুলিশের সাথে ১,০০০ হাজার সেনা ইতিমধ্যেই সীমান্তে মোতায়েন আছে। যৌথ সংবাদ…