
ঝালকাঠির বাজারে কৃত্রিমভাবে পাকানো আম প্রতারণা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বাজারে রবিবার থেকে এ বছরের পাকা আম এসেছে। তবে এর দাম কেজি প্রতি ২০০ দরে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রচন্ড তাপ বৃদ্ধি ও রমজান থাকায় অনেক রোজাদার মানুষ দাম বেশি হলেও এই দামে আম কিনেছে। তবে ১ম দিন এই আম কিনে কিছু ক্রেতা ঠকেছে। কাঁচা আম কৃত্রিম ভাবে পাকিয়ে বাজারজাত করা হয়েছে। ভ্যানে…