
রমজান মাসে ঝিনাইদহে চার দিনে চার খুন
শেখ ইমন, ঝিনাইদহঃ খুনের পর খুন। চার দিনে চার খুন। কোন ভাবেই খুন খারাবি ও সামাজিক দ্বন্দ নিরসন করা যাচ্ছে না। পবিত্র রমজান মাসেও মানুষের মাঝে কোন ধৈর্য্য নেই। ফলে ঝিনাইদহ, হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে চার দিনে চার খুনের ঘটনা ঘটেছে। তথ্য নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কোটচাঁদপুরে দলীয় কোন্দলে আক্তার ও জীবন নামে…