ঢাকা: বিবাহ বিচ্ছেদের প্রায় চার বছর পর একফ্রেমে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শনিবার একটি ই-কমার্স সাইটের প্রচারে একসঙ্গে লাইভে আসেন তারা।
এসময় সঞ্চালকের কথায় প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন সাবেক এই তারকা দম্পতি। জনপ্রিয় উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব এই লাইভ অধিবেশনটি সঞ্চালনা করেন।
এর আগে বুধবার (১২ মে) রাতে একটি ‘সারপ্রাইজ’ দেওয়ার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দেন তাহসান। এর কিছু সময় পরেই ‘সারপ্রাইজ এর অপেক্ষায়’ রয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মিথিলা।
বৃহস্পতিবার (১৫ মে) ই-কমার্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘আমরা সারপ্রাইজ ভালবাসি’ বলে একটি পোস্ট দেয়া হয়। পরে শনিবার (১৫ মে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে তাহসান ও মিথিলার লাইভে আসার বিষয়টি জানায় ই-কমার্স সাইটটি।
প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
ঢাকা/ইবিটাইমস/আরএন


























