ভোলায় হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

মনজুর রহমান, ভোলা : ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক জনকে আটক করা হয়েছে।
‎মঙ্গলবার (৬ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
‎আটক মাইনুদ্দিন মোল্লা সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চরশামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

‎লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের চরশিফলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আটককৃত ব্যক্তির বাড়িতে তল্লাশি করে ৬টি হাতবোমা ও ৫টি দেশিয় অস্ত্র (২টি রামদা, ১টি কুড়াল) এবং ২টি চাপাতিসহ মো. মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়।
‎তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
‎জব্দকৃত হাতবোমা, দেশীয় অস্ত্র এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »