ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। সোমবার বিকেলে লালমোহন উত্তর বাজারের সবজি বাজারসহ মাছ, মুরগি ও ডিম এর বাজার পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপ কালে জানা যায়, কাঁচা বাজারে মূল্য গত সপ্তাহের তুলনায় কিছুটা কমতির দিকে। ডিমের বাজার দর প্রতি হালিতে পাঁচ টাকা কমেছে। ফার্মের মুরগি কেজি প্রতি গত সপ্তাহের তুলনায় বিশ টাকা কমেছে। ব্যবসায়ীরা আরও জানান, শীত মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির দাম এখনকার চেয়ে আরো অনেক কমে যাবে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস