ভিয়েনা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পুজামন্ডপ পরিদর্শন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ১৫ সময় দেখুন

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পুজায় এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে সনাতনর্ধীরা পুজা উদযাপন করতে পারে সেজন্য প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজিৈনতক দলের শীর্ষ নেতৃবৃন্দ পুজা মন্ডপগুলো পরিদর্শন করছেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদর শহরের বড় কালিবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সার্বিকভাবে সহযোগীতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এই দেশটি সকলের। নাগরিক হিসেবে এদেশে সকলের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল  ধর্মের লোকজনকে নিরাপত্তা দেয়া। তিনি বলেন, দেশের মানুষ একটি ফ্যাসিবাদি সরকারকে বিদায় করেছে। এই ফ্যাসিবাদের চরিত্র নিয়ে আর যাতে করে বাংলাদেশে আর কারো আভির্বাব না ঘটে এই জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
জানা গেছে, জেলায় এ বছর ১ হাজার ১০৪টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন জানান, জেলায় ১ হাজার ১০৪টি দূর্গাপূজা মন্ডপের অনুকূলে ২ হাজারের অধিক পুলিশ এছাড়াও আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পুজামন্ডপ পরিদর্শন

আপডেটের সময় ০৬:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পুজায় এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে সনাতনর্ধীরা পুজা উদযাপন করতে পারে সেজন্য প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজিৈনতক দলের শীর্ষ নেতৃবৃন্দ পুজা মন্ডপগুলো পরিদর্শন করছেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদর শহরের বড় কালিবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সার্বিকভাবে সহযোগীতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এই দেশটি সকলের। নাগরিক হিসেবে এদেশে সকলের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল  ধর্মের লোকজনকে নিরাপত্তা দেয়া। তিনি বলেন, দেশের মানুষ একটি ফ্যাসিবাদি সরকারকে বিদায় করেছে। এই ফ্যাসিবাদের চরিত্র নিয়ে আর যাতে করে বাংলাদেশে আর কারো আভির্বাব না ঘটে এই জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
জানা গেছে, জেলায় এ বছর ১ হাজার ১০৪টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন জানান, জেলায় ১ হাজার ১০৪টি দূর্গাপূজা মন্ডপের অনুকূলে ২ হাজারের অধিক পুলিশ এছাড়াও আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস