ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে সদর উপজেলার ৩০জন কৃষক-কৃষানিদের নিয়ে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে ৫টি করে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষনে পেয়ারা, মাল্টা চাষসহ বিভিন্ন ধরণের শাক-সবজি চাষের উপরে, প্রশিক্ষণে মাটির উর্বরতা বৃদ্ধি, কম্পোস্ট সারের ব্যবহার বৃদ্ধি করা, কীটনাশক প্রয়োগ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণের বিষয়ে ধারণা দেয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বেগম খাদিজা কর্মশালা পরিচালনা করেছেন।
বাধন রায়/ইবিটাইমস























