ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির আশিয়ার গ্রামের বর্ষিয়ান আনোয়ার হোসেন (৬৬) ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় গুরত্বর আহত হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে।
তাকে একই এলাকার হৃদয় , ইমন, শামিম, বশিরসহ ৭/৮জন মিলে এলোপাতারি লাঠি দিয়ে পিটিয়ে গুরত্বর আহত করে। তার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ার হোসেন জানায় এই ছেলেদের সাথে তার কোন ব্যক্তিগত বিরোধ নেই বা সঠিকভাবে এদেরকে জানেও না। তার ধারণা তার সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ থাকা একটি পক্ষ এদেরকে নেশার খরচ জুগিয়ে তার উপর পরিকল্পিত হামলা চালায়।
তিনি আরও জানান, গগন ও আশিয়ার মধ্যবর্তী ফিরোজ আমু সড়ক দিয়ে যাওয়ার সময় কালবার্টের উপর বসে থাকা এরা পিছন থেকে এসেই অতর্কিত লাঠি দিয়ে পিটানো শুরু করে। এরা এলাকায় গাজা সেবনকারী হিসেবে পরিচিতি আছে। এদের মধ্যে হৃদয় দেলোয়ার খান এর , ইমন আঃ রশিদের, শামিম হেমায়েত সিকদারের, বশির তোবারেক হাওলাদারের পুত্র বলে জানতে পেরেছে।
বাধন রায়/ইবিটাইমস























