ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

পিরোজপুরে প্রতারনা করে আত্মসতের টাকা উদ্ধার করে দিলেন পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২০ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: অনলাইনে ফার্নিচার বিক্রির নামে পিরোজপুরের তন্মী আক্তার নামের এক নারীর কাছ থেকে প্রতারনা করে হতিয়ে নেয়া  ৩০ হাজার  টাকা উদ্ধার করে দিলেন পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার মঠবাড়িয়া উপজেলার উদায়তারা বুড়ির চরে।

এ ঘটনায় বৃহস্পতিবার  (০৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ আবু মো. নাসের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই টাকা ফেরত দেয়া সহ প্রতারকদের থেকে সাবধানে থাকতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তন্মী আক্তার উপজেলার উদায়তারা বুড়ির চর গ্রামের মো. ফজলুল হকের মেয়ে।

গত ৮ সেপ্টেম্বর ফেইজবুকে “ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১ টি সেগুন কাঠের খাট, ১ টি সেগুনের ওয়াল সুকেজ, ১ টি ওয়ারড্রপ, ১ টি ড্রেসিং টেবিল বাবদ বিভিন্ন সময় ৩০ হাজার ২৫৯ টাকা প্রদান করেন।  ওই সব পন্যগুলোর বাজার মূল্য আনুমানিক  দেড় লাখ  টাকা ।

প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর  থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে ভিকটিমের আস্থা অর্জন করে প্রতারণা  করে টাকা আত্মসৎ করে ও মালামাল প্রেরন করে না। পরে ওই নারী এ বিষয়ে জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দেন।

ওই  অভিযোগের ভিত্তিতে  জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইলের কালিয়ায় প্রতারক চক্রকে সনাক্ত  করে  ভুক্তভোগির  ৩০ হাজার  টাকা উদ্ধার করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে প্রতারনার উদ্দেশ্যে কোন পন্যেরবাজার দর থেকে অনেক কম দামে অন লাইনে প্রচরনা করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

ইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

কালিহাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে আগুন, এক যাত্রীর মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে প্রতারনা করে আত্মসতের টাকা উদ্ধার করে দিলেন পুলিশ

আপডেটের সময় ০২:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

পিরোজপুর প্রতিনিধি: অনলাইনে ফার্নিচার বিক্রির নামে পিরোজপুরের তন্মী আক্তার নামের এক নারীর কাছ থেকে প্রতারনা করে হতিয়ে নেয়া  ৩০ হাজার  টাকা উদ্ধার করে দিলেন পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার মঠবাড়িয়া উপজেলার উদায়তারা বুড়ির চরে।

এ ঘটনায় বৃহস্পতিবার  (০৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ আবু মো. নাসের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই টাকা ফেরত দেয়া সহ প্রতারকদের থেকে সাবধানে থাকতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তন্মী আক্তার উপজেলার উদায়তারা বুড়ির চর গ্রামের মো. ফজলুল হকের মেয়ে।

গত ৮ সেপ্টেম্বর ফেইজবুকে “ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার” পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১ টি সেগুন কাঠের খাট, ১ টি সেগুনের ওয়াল সুকেজ, ১ টি ওয়ারড্রপ, ১ টি ড্রেসিং টেবিল বাবদ বিভিন্ন সময় ৩০ হাজার ২৫৯ টাকা প্রদান করেন।  ওই সব পন্যগুলোর বাজার মূল্য আনুমানিক  দেড় লাখ  টাকা ।

প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর  থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে ভিকটিমের আস্থা অর্জন করে প্রতারণা  করে টাকা আত্মসৎ করে ও মালামাল প্রেরন করে না। পরে ওই নারী এ বিষয়ে জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দেন।

ওই  অভিযোগের ভিত্তিতে  জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইলের কালিয়ায় প্রতারক চক্রকে সনাক্ত  করে  ভুক্তভোগির  ৩০ হাজার  টাকা উদ্ধার করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়, একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে প্রতারনার উদ্দেশ্যে কোন পন্যেরবাজার দর থেকে অনেক কম দামে অন লাইনে প্রচরনা করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

ইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস