ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে তেল মজুতের দায়ে ডিলারের জরিমানা, ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারের কাছ থেকে প্রায় ৩০০ লিটার তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। শনিবার দুপুরে পৌর শহরের উত্তর বাজারের একটি গোডাউন থেকে এসব তেল উদ্ধার করা হয়।

যদিও রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মো. ফয়সাল দাবী করেছে তার এসব তেল বিক্রি হচ্ছে না। ইঁদুরে খেয়ে ফেলছে, যার জন্য গোডাউনে রেখে দিয়েছেন তিনি। তবে এমন অদ্ভুত অভিযোগ দেখিয়ে তেল মজুত করার দায়ে ডিলার ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, দাম বাড়িয়ে বিক্রি করতেই ডিলার অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তবে ঘন্টাখানেকের ভিতর সব তেল উপস্থিত ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে দেয়া হয়েছে। এরপরেও অনেকে তেল নিতে আসলেও তেল না থাকায় দেয়া সম্ভব হয়নি। অথচ ডিলারের দাবী ছিল তেল বিক্রি হচ্ছে না।

ভোলা/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তেল মজুতের দায়ে ডিলারের জরিমানা, ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি

আপডেটের সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারের কাছ থেকে প্রায় ৩০০ লিটার তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। শনিবার দুপুরে পৌর শহরের উত্তর বাজারের একটি গোডাউন থেকে এসব তেল উদ্ধার করা হয়।

যদিও রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার মো. ফয়সাল দাবী করেছে তার এসব তেল বিক্রি হচ্ছে না। ইঁদুরে খেয়ে ফেলছে, যার জন্য গোডাউনে রেখে দিয়েছেন তিনি। তবে এমন অদ্ভুত অভিযোগ দেখিয়ে তেল মজুত করার দায়ে ডিলার ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, দাম বাড়িয়ে বিক্রি করতেই ডিলার অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তবে ঘন্টাখানেকের ভিতর সব তেল উপস্থিত ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে দেয়া হয়েছে। এরপরেও অনেকে তেল নিতে আসলেও তেল না থাকায় দেয়া সম্ভব হয়নি। অথচ ডিলারের দাবী ছিল তেল বিক্রি হচ্ছে না।

ভোলা/ইবিটাইমস