অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সহসা উন্নতি হবে না

অস্ট্রিয়ায় করোনার নতুন ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5 এর নতুন প্রাদুর্ভাবের জন্য আসন্ন গ্রীষ্ম পর্যন্ত একই অবস্থা বিরাজমান থাকবে

অস্ট্রিয়ার কোভিড পূর্বাভাস কনসোর্টিয়াম আজ রাজধানী ভিয়েনায় তাদের ওয়েবসাইটে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, পরিস্থিতি ভয়াবহ না হলেও নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তার বৃদ্ধির জন্য এখন পুনরায় হাসপাতালে রোগী সংখ্যা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী বর্তমান অবস্থা গ্রীষ্ম পর্যন্ত অব্যাহত থাকবে।

রাজধানী ভিয়েনার ফ্রি মেট্রো পত্রিকা Heute তাদের অনলাইন প্রকাশনায় অস্ট্রিয়ার কোভিড পূর্বাভাস কনসোর্টিয়ামের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় প্রতি সাত দিনে এক লাখ জনপদে করোনায় সংক্রামিত থাকবে ৩২০ জন থেকে ৫২০ জন। গত এক সপ্তাহে অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪১২ জন।

এদিকে আজ অস্ট্রিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহ থেকে অস্ট্রিয়ায় গ্রীষ্মকালীন আবহাওয়া শুরু হয়েছে। মাঝে মধ্যে মেঘলা ও হালকা বৃষ্টিপাত হলেও আগামী দশ দিন দেশের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আমাদের ভিয়েনার সংবাদদাতা জানান, আজ বুধবার রাজধানী ভিয়েনায় এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ভিয়েনার শহরের প্রাণ কেন্দ্রের ভিতর দিয়ে বয়ে যাওয়া ডোনাও খালের পাড়ে শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে।

অন্যদিকে দানিউব (Donau) নদীতেও লোকজনদের উপচে পড়া ভিড় লক্ষ্যণীয়। আশা করা হচ্ছে আগামী শনিবার ও রবিবার ছুটির দিনে ভিয়েনা ভিতর দিয়ে প্রবাহিত হওয়া দানিউব নদীতে মানুষের ঢল নামবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৫,৯৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৬২৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৫২১ জন, OÖ রাজ্যে ৮৫৪ জন, Steiermark রাজ্যে ৬৯৩ জন, Tirol রাজ্যে ৩৭১ জন, Burgenland রাজ্যে ২৮৩ জন, Salzburg রাজ্যে ২৮০ জন, Kärnten রাজ্যে ১৯১ জন এবং Vorarlberg রাজ্যে ১৬৯ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২৮ জন এবং করোনার তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,২৯৫ জন। বর্তমানে দেশে করোনার বৈধ টিকার সনদ বা গ্রিন পাসের অধিকারী মোট ৬০,৫৮,৪৬৯ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৭,৫ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,৯৫,৬৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,২৭৯ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪১,১২,৯৯৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬৪,৪১৯ জন। এর মধ্যে আইসিইউতে আছে ৭৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৭২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »