ইউরোবাংলা টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় সাবেক সরকারের এক সংসদ সদস্য এবং একজন মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
মাউন্ট লাভিনিয়ায় সাবেক মন্ত্রী জনস্টন ফারনান্দোর বাড়িতে এবং সংসদ সদস্য সনৎ নিশান্তর বাড়িতে সোমবার আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মাঝে পড়ে সরকারদলীয় সংসদ সদস্য অমরাকীর্তি আথুকোরালা নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর কিছুক্ষণ আগে তিনি দুজন বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাদের একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান মাহিন্দা রাজাপক্ষে। চরম অর্থনৈতিক সংকটের কারণে সরকারের পদত্যাগের দাবিতে দ্বীপরাষ্ট্রটিতে বিক্ষোভ চলছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএন