মা হচ্ছেন অভিনেত্রী শখ

বিনোদন ডেস্ক: মা হচ্ছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শখ বলেন, নতুন আগামীর অপেক্ষায় আছি। সবার দোয়া চাই।

তিনি বলেন, সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে।

ভক্তদের উদ্দেশে শখ বলেন, আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামী রহমান জন পেশায় ব্যবসায়ী।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »