ঝালকাঠিতে নদীতে বিলীন হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙ্গনের সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালযের দুটি শ্রেণী কক্ষ ও একটি মসজিদটি বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের নীচে চাপা পরে স্থানীয় আফসার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র নেয়ামতুল্লা নিখোজ এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলাপ্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহীকর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারে বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে বলে জানিয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ।

স্থানীয়রা জানায়, নির্মানের সময় ঝুঁকিপূর্নভাবে বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। বেজমেন্টে মাটি সরে যাওয়ায় এটি এখন শুধু মাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। ভবনের বাকি অংশ যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় তিন শত ণিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পরবে, অন্যদিকে,ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোন স্থান থাকবেনা। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও তা করা হয়নি।

অন্যদিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে করোনা ভাইরাসের বিস্তাররোধে জন সচেতনতা সৃষ্টি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইন বলুন প্রচার নিমিত্বে দুই ব্যাচে দুদিন ব্যপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ব্যাচে ২০জন করে সাংবাদিক সুশিল সমাজের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্ব করেন।  কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার অতিথি ছিলেন। কর্মশালায় সাংবাদিক মানিক রায় কাউন্সিলর হুমায়ুন কবির সাগর, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাহেব আলী জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা ব্যবসায়ী জয়ন্ত সাহা, সাংবাদিক পলাশ রায় বক্তব্য রাখেন।

অংশগ্রহণকারীদের মতামত নিয়ে করনীয় বিষয় নির্ধারণে সিদ্ধান্ত নিবেন। সোমবার বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল দু ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালার ভাচুর্য়ালী উদ্বোধন করেন।

বাধন রায়/ইবিটাইমস /এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »