শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরবর্তী সময়ে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ও সামাজিক সহমর্মিতার নিদর্শন স্বরূপ সনাতন ধর্মালম্বী ৩০০ নারীর মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যােগে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চরফ্যাশন ডাক বাংলোতে এসব শাড়ী বিতরণ করা হয়।
এসময় নুরুল ইসলাম নয়ন বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এই বিশ্বাস থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে সামান্য এই ভালোবাসার উপহার তুলে দিয়েছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দরা নুরুল ইসলাম নয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
এদিকে পূজা পরবর্তী সময়ে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সনাতন সম্প্রদায়ের নারীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস