শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : জাতীয়তাবাবদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘ বাংলাদেশে গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের যে প্রাকটিস চলেছিল, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তা আর চলবে না। বিগত সরকারের আমলে এই দেশে গরীবের হক লুন্ঠন হয়েছিল।’
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, ‘তারেক রহমান গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। গত ৫ আগষ্টের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কিন্তু স্বল্পতম সময়ের মধ্যে যে কাঙ্ক্ষিত নির্বাচন দেয়ার কথা তা এখন পর্যন্ত হয়নি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার ফলাফল কি হতে পারে, ষড়যন্ত্র কারিরা জেনে গেছে। তার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু দল চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘আগামীতে তারেক রহমানের নেতৃত্ব আমরা একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চাই। ভোলা-৪ আসনে আমি যদি সাধারণ জনগণের সেবক হতে পারি তাহলে সরকারি যে বরাদ্দ, যেমন চাল, ডাল থেকে আরম্ভ করে যে সকল রাষ্ট্রীয় বরাদ্দ রয়েছে এসব প্রাপ্য বুঝিয়ে দেয়া। উপকূলীয় অঞ্চলে যারা জেলেদের চাল আত্নসাৎ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ‘
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস