
প্রধান শিক্ষকের কারসাজী, দপ্তরীকে বানিয়েছেন ‘ঝাড়ুদার’
শেখ ইমন, ঝিনাইদহ : সাহেব আলী,দপ্তরী হিসেবে কাজ করতেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ‘মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে’। স্কুলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটির প্রতি তার অবদান অনস্বীকার্য। তবে দপ্তরী থেকে সে এখন হয়ে গেছেন ‘ঝাড়ুদার’। সাহেব আলীর অভিযোগ,এই কাজে স্কুলটির প্রধান শিক্ষক দিদার হোসেন জড়িত আছেন। এমনকি প্রধান শিক্ষকের এক আত্নীয়কে তার দপ্তরী পোস্টে নিয়োগ দিয়েছেন। সাহেব আলি বলেন,দপ্তরী হিসেবে…