মনজুর রহমান, ভোলা : ভোলার চরফ্যাশনে ১২ ড্রাম গলদা ও বাগদা চিংড়ি রেণু জব্দের পর খালে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার(২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া বাজার থেকে এসব চিংড়ি রেণু জব্দ করেন চরমানিকা কোস্টগার্ড। পরে এসব রেনু খালে অবমুক্ত করেছে মৎস্য বিভাগ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চরকচ্ছপিয়া খালে একটি মৎস্য ট্রলারে অভিযান চালিয়ে ১২ ড্রাম অর্থাৎ চার লাখ গলদা ও বাগদা চিংড়ি রেনু জব্দ করেছে চরমানিকা কোস্টগার্ড। পরে রাতে আমার নির্দেশক্রমে উপজেলা মৎস্য অফিস সহকারী কামাল হোসেন, ও দক্ষিণ আইচা থানা পুলিশ এবং কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু চরকচ্ছপিয়া খালে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
চরকচ্ছপিয়া গলদা রেনু ব্যবসায়ী ছাবের হোসেন, রাসেদ ও জাকির জানান, অল্প কয়েকদিন আগে ধারদেনা করে বাগদা ও গলদা চিংড়ি ব্যবসা শুরু করেছিলাম। প্রথম চালান খুলনা মোকামে নেওয়ার সময় কোস্টগার্ড আমাদের ৫ ব্যবসায়ীর রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করেছেন। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকা লোকসান হয়েছে। আগামী দিনগুলোতে এই ব্যবসা করবেন না বলে জানিয়েছেন তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস
চরফ্যাশনে গলদা চিংড়ির রেণু জব্দ
