
চরফ্যাশনে দিনমজুর পরিবারকে বসতবাড়ি থেকে উৎখাতের চেষ্টা
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে ১২ বছরের ভোগদখলীয় জমি থেকে দিনমজুর মো. আজগর ও বিউটি দম্পতিকে উৎখাত চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় হযরত আলী খলিফা গংদের বিরুদ্ধে। হযরত আলী খলিফা উপজেলার নীলকমল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের চরযমুনা গ্রামের মুকবুল আহাম্মেদ খলিফার ছেলে। শুক্রবার সরেজমিনে গেলে ভুক্তভোগী দিনমজুর আজগর ও তার স্ত্রী বিউটি জানান, ২০১৪…