৬ দফা দাবিতে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করলো পলিটেকনিক শিক্ষার্থীরা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায়ের প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ১২ টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহাসড়কের রাবনা বাইপাসে এ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পাশেই ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের ফলে দুর্ভোগে পড়তে এ সড়ক দিয়ে যাতায়াতকারীদের।

এদিকে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সর্তক অবস্থানে থাকে।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দেয়। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছি না। একই সাথে আমরা ৬ দফা দাবি করছি। ‘ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল না করা হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তাদের ৬ দফা দাবিগুলো হল- জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, পলিটেকনিকের অধ্যক্ষ শিক্ষার্থীদের আশ^াস ছিলে তারা অবরোধ তুলে নেয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »