লালমোহন প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার সকালে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (প্রস্তাবিত) আলাউদ্দিন ইলিয়াস, সদস্য সচিব (প্রস্তাবিত) জুনায়েদ ইসলাম নয়ন, সরকারি শাহবাজপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের বকসি, সদস্য সচিব নাইম গাজীসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েলের সকল পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। একইসঙ্গে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলোর পণ্যও বর্জন করা জরুরি।
এসময় লালমোহন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস