মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : চট্রগ্রাম ও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলষ্টেশনের বুকিং সহকারী মোঃ মাজহারুল হক (২৮) কে আটক করে সেনাবাহিনী।
বুধবার (২৬ মার্চ) গভীর রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন অভিযান চালিয়ে চোরাই টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে ।
জানা যায়, এবারই প্রথম বারের মতো বাংলাদেশ রেলওয়ে শত ভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম ‘সহজ ডট কম’ এর মাধ্যমে বিক্রয় করছে। ঈদ উপলক্ষ্যে অধিক সংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ের কতিপয় অসাধু বুকিং সহকারী ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারিতে পড়েন তিনি। অবশেষে প্লাটফর্মে যাত্রীর কাছে টিকিট বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা করা হয়। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস