আই.বি.ডব্লিউ.এফ লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি এম. এ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সভাপতি এ.এইচ.এম. অলি উল্যাহ।

উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও: আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,লালমোহন শাখা মুহা: ইমরান।

আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. জাহিদ হোসেন,অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের লালমোহন উপজেলা সভাপতি হাছনাইন আল মুসা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম অলি উল্যাহ বলেন, এসব উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদন্ডহীন করেছে। বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। যেই ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকের ৭২ হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, রমজান মাস আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। আপনার ১১ মাস ব্যবসা করছেন ১ মাস পণ্যের দাম কমিয়ে দেন। আর আপনার ইসলামি পন্থায় ব্যবসা করুন। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করছেন।

সম্মেলনে আই.বি.ডব্লিউ.এফ লালমোহন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের ১ম পর্বে আইবিডব্লিউএফ লালমোহন উপজেলা দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে এম এ হাসান কে পুনরায় লালমোহন উপজেলা শাখার সভাপতি ও সোলাইমান জমাদারকে সেক্রেটারী করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং আবু সাঈদকে পৌরসভা সভাপতি ও আবদুল মোত্তালেবকে সেক্রেটারী করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ.এইচ.এম. অলি উল্যাহ।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »