ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১ টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ নেয়ামুল করিম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর ব্যারিষ্টার এস এম মইনুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খাইরুল বাশার। অতিথিরা সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস