
‘অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঝুলিয়ে মেয়রের কক্ষে তালা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের রুমে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। একদলীয় নির্বাচনের “অবৈধ মেয়র” আখ্যা দিয়ে রোববার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ঝিনাইদহ পৌরসভায় গিয়ে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়ে “অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এ সময় মেয়রের নেমপ্লেটটি সরিয়ে ফেলেন তারা। ছাত্র আন্দোলনে হাসিনা…