ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল গাছের চারা ও সার বীজ বিতরণ করা হয়েছে।
১ জুলাই সোমবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় কাঠালিয়া উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান ও নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ছয় হাজার দুইশত পঞ্চাশ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে এসব তুলে দেন। কৃষি প্রণোদনা ছয়শত ক্ষতিগ্রস্থ কৃষককে ৫টি করে নারিকেল চারা এবং পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ জনকে সার ও বীজ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সঞ্জয় দাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল জলিল মিয়াজী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম।
বাধন রায়/ইবিটাইমস