
বন্যার পর ভিয়েনায় মশার উপদ্রব বৃদ্ধি
দুই সপ্তাহ আগে বন্যার পর, বর্তমানে অস্ট্রিয়ার ফেডারেল রাজধানী ভিয়েনায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে ভিয়েনা ডেস্কঃ বর্তমানে ভিয়েনার সর্বত্র মশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অস্ট্রিয়ার মশা বিশেষজ্ঞ বার্নহার্ড সিডেলের মতে, এর কারণ হল লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যে বন্যার কারণে মশার বংশবিস্তার অতি দ্রুত বৃদ্ধি পায় এবং এই বিস্তার এখন সমগ্র ভিয়েনায় ছড়িয়ে পড়েছে। মশা সাধারণত…