মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩ পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসী বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর ২০২৩ (সোমবার) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এরপর বেলা ১১ টায় ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান মোগলসহ ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »