
বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ইজি-৫
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন করোনাভাইরাস ভেরিয়েন্ট EG.5 (ইজি.৫) বর্তমানে বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি প্রভাবশালী রূপ হতে পারে। তবে বিশেষজ্ঞরা এটিকে বিশেষ বিপজ্জনক বলে মনে করেন না। করোনার তথ্য না থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাপক সমালোচনা করা হচ্ছে। ডব্লিউএইচও (WHO) করোনার মৃত্যুর হিসাব হারিয়েছে। “আমার মতে, EG.5 কোনো বিশেষ ঝুঁকি তৈরি করে না,” নতুন করোনভাইরাসের…