
ভিয়েনা রাজ্য প্রশাসনে লাল-গোলাপী জোট ক্ষমতার দ্বিতীয়ার্ধে
ভিয়েনা রাজ্য প্রশাসনে অস্ট্রিয়ার জাতীয় সংসদের প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) সংসদের ছোট দল NEOS তাদের জোটের মধ্যবর্তী সময় পাড় করল ইউরোপ ডেস্কঃ SPÖ-NEOS জোটটি ২০২০ সালের ভিয়েনা নির্বাচনের পরে মাত্র দুই সপ্তাহের বেশি আলোচনার পরে গঠন করা হয়েছিল। লাল-গোলাপী জোট নতুন করে সরকার গঠনের ফলে ২০১০ সাল থেকে ফেডারেল রাজধানী শাসনকারী লাল-সবুজ (SPÖ-Green)…