
সোনালী রঙে মাঠে দুলছে বোরো ধান, ভালো ফলনে কৃষকের মুখে হাসি
লালমোহন (ভোলা) প্রতিনিধি: মাঠের পর মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের ধান। এ ধানকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা। যেখানে ধীরে ধীরে কৃষকদের ঘাম ঝরা শ্রমের ফসল গড়ে উঠছে। এমন চিত্র ভোলার লালমোহনের বোরো ধান ক্ষেতগুলোর। যেখানে ইতোমধ্যেই সোনালী রঙ মেখে পাঁকতে শুরু করেছে ধানগুলো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালমোহনে আট হাজার…