
অস্ট্রিয়ায় সোমবার রেল ধর্মঘট !
অস্ট্রিয়ার রেল যাত্রীদের সোমবার বিকল্পে পথ খুঁজে নিতে হতে পারে ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, আগামী সোমবার(২৮ নভেম্বর) সমগ্র অস্ট্রিয়ায় দিনব্যাপী রেল ধর্মঘট হতে পারে। অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে (ÖBB) তাই এই দিনে যাত্রীদের এই দিন বিকল্প পরিবহন ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এপিএ আরও জানান, বেতন বৃদ্ধির দাবিতে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের কর্মচারী ও…