নাজিরপুরে শ্রমিক লীগের নামে আটো চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে শ্রমিকলীগের নামে অটো চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ  পাওয়া গেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৯এপ্রিল) দুপুরে  স্থানীয় অটো চালকরা তাদের গাড়ি চালানো বন্ধ রেখে থানায় যান।

স্থানীয় অটো চালকরা  অভিযোগ করে জানান , প্রতিদিন তাদের কাছ থেকে প্রতিটি গাড়ি বাবদ ২০-২৫ টাকা করে চাঁদা আদায় কার হয়। আর ওই চাঁদা  না দিলে তাদের গাড়ির চাবী আটকে রাখা হয়। উপজেলার ২টি স্থান থেকে ওই চাঁদা আদায় করা হয়।

উপজেলা ইজি বাইক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মো. লতিফ বয়াতী অভিযোগ করে জানান, উপজেলা শ্রমিকলীগের  আহ্বায়ক  মো. হোসেন খানের নেতৃত্বে তাদের কাছ থেকে ওই  চাঁদা  আদায় করা হয়।  চাঁদার টাকা না দিলে বিভিন্ন ভাবে হুমকী সহ গাড়ির চাবী আটকে রাখেন।

উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন স্থান থেকে তার  নিজস্ব লোক পরিতোষ ও শিপনের মাধ্যমে এবং উপজেলা দীর্ঘা ব্রীজের কাছ থেকে মাসুম শেখ নামের এক তরুন  ওই চাঁদার টাকা  আদায় করে। তার কাছে আমরা শ্রমিকরা চাঁদা দাবীর কারন জানতে চাইলে তিনি  (হোসেন) সংগঠন চালাতে খরচ বাবদ ওই টাকা নেয়া হচ্ছে বলে আমাদের জানান।

উপজেলার রুহিতলা বুনিয়া গ্রামের অটো চালক মো. দেলোয়ার হোসেন জানান, গত ২/৩ মাস আগে লাইনে প্রতিদিন চাঁদা হিসাবে   ১০ টাকা করে দিতে হতো, এখন নিচ্ছে ২০টাকা করে। চাঁদা না দিলে রাস্তায় গাড়ি চালাতে দেয়া হয় না।

দক্ষিন ভাইজোড়া গ্রামের অটো চালক মো. এরাদাত হোসেন জানান, শ্রমিক লীগ নেতা মো. হোসেন খানের নেতৃত্বে  তার নিজস্ব লোক দিয়া ওই  চাঁদা আদায় করা হয়।

তবে শ্রমিক লীগের  আহ্বায়ক মো. হোসেন খান ওই  চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, কিছু অটো চালক তার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তবে লাইনের খরচের জন্য প্রতি গাড়ি বাবদ দৈনিক  ১০টাকা আদায়ের কথা স্বীকার করেছেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, অটো চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের মৌখিক অভিযোগে ভিত্তিতে ওই শ্রমিক লীগের নেতাকে ডেকে আনা হয়েছিলো। তাকে আর কোন  চাঁদা না তুলতে  বলা  হয়েছে।

জানা গেছে, উপজেলার নাজিরপুর সদর থেকে মাটিভাঙ্গা, রঘুনাথপুর, বৈঠাকাটা রুটে সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ৩শত অটো গাড়ি চলাচল করে। আর ওই সব গাড়ির কাছ থেকে ওই  চাঁদা  আদায় করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »